মেষ: কর্মক্ষেত্রে বদলির সুবাদে সপরিবার দূরভ্রমণের সুযোগ। বুদ্ধিবিভ্রম ও পরিকল্পনায় ত্রুটির জেরে ক্ষতির আশঙ্কা। স্নায়ুপীড়া ভোগাবে।
বৃষ: বহুমুখী প্রতিভার বিশেষ স্বীকৃতি জুটতে পারে। লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ। কর্মে অপ্রত্যাশিত সাফল্য ও পদমর্যাদা বৃদ্ধি।
মিথুন: মাত্রাছাড়া ভাবাবেগ থেকে জটিলতায় মানসিক স্থিতি টালমাটাল। কোনও হারানো প্রাপ্তি বিহ্বল করে ফেলতে পারে। চিকিৎসক ও আইনজ্ঞদের শুভ দিন।
কর্কট: শরীর অত্যধিক পরিশ্রমের মাসুল তুলে নিতে পারে। ভাইবোনের দেখভাল নিয়ে মা-বাবার সঙ্গে মনান্তর। পাদপীড়ায় ক্লেশ।
সিংহ: স্বাস্থ্য ও সম্পত্তির সুরক্ষায় আইনি ব্যবস্থা নিতে হতে পারে। ব্যবসা সূত্রে দূরভ্রমণের যোগ। কলাকুশলীদের শুভ সময়।
কন্যা: দলাদলি থেকে দূরে থাকতে না-পারলে বিপদ। মৌলিক চিন্তাধারায় কর্মে উন্নতি ও সঞ্চয় বৃদ্ধি। পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মতবিরোধে মনঃকষ্ট।
তুলা: পুরনো কোনও সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সাহসের জোরে শত্রুর ফাঁদ কেটে কার্যোদ্ধার। পায়ের হাড় নিয়ে সমস্যা বাড়বে।
বৃশ্চিক: গোপন শত্রুতায় পদোন্নতি ফের বিলম্বিত হওয়ার আশঙ্কা। ভাইবোনের সঙ্গে সম্পত্তি-বিবাদ। গুরুজনের স্বাস্থ্যহানিতে কর্মপরিকল্পনা ব্যাহত।
ধনু: কুটুম্বিতা নিয়ে গোলমালে পারিবারিক শান্তি ব্যাহত। বিষয়সম্পত্তির আইনি সুরক্ষার ব্যবস্থা হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে বৈষয়িক উন্নতি।
মকর: কর্মসূত্রে বিদেশ সফরের সুখবর মিলতে পারে। স্বজনবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি। সন্তানের লেখাপড়ায় উন্নতিতে উদ্বেগের অবসান।
কুম্ভ: বিলম্ব হলেও বহুমুখী কর্মতত্পরতার বিশেষ স্বীকৃতির যোগ। কুটুম্বস্থানীয় ব্যক্তির কূট চালে সংসারে অশান্তি। খেলাধুলোয় কৃতিত্বের বিশেষ স্বীকৃতির যোগ।
মীন: বুদ্ধিবিভ্রম বা অন্যমনস্কতায় কর্মক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে। প্রেমপ্রণয় ঘিরে পরিবারে অশান্তি। সম্পত্তি সংস্কার নিয়ে গুরুজনের সঙ্গে মনান্তরে ক্লেশ।