জুমার নামাজ শেষ করে আর ঘরে ফেরা হয়নি ১০ বছরের শিশু রবিউল আউয়ালের। রাস্তা পার হওয়ার সময় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাসের ধাক্কায় আউয়াল প্রাণ হারায়। শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিন ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট। আউয়াল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চমকপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, রক্তাক্ত অবস্থায় আউয়ালকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাইকেল বণিক জানান, রাস্তা পারাপারের সময় ওয়েলকাম পরিবহনের একটি বাস আউয়ালকে ধাক্কা দেয়। এর পর তাকে ঢামেকে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। বাসটি আটক করেছে মতিঝিল থানার পুলিশ।
শিশুটির বড় বোন শিউলী জানান, তারা তেজগাঁওয়ের কাজীপাড়া এলাকায় থাকেন। আজ কারওয়ান বাজার এলাকায় একটি মসজিদে জুমার নামাজ শেষে ফিরছিল তার ভাই।