সাময়িক বরখাস্ত করা হয়েছে চট্টগ্রামে একই দিনে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনার ঘটনায় স্টেশন মাস্টার ও ট্রেন কন্ট্রোলারকে ।
দায়িত্ব অবহেলার অভিযোগ এনে তাদের বহিস্কার করা হয়। বহিস্কৃত দুজন হলেন- ফৌজদারহাট স্টেশন মাস্টার সঞ্জিব দাশ ও ট্রেন কন্ট্রোলার শহিদুল আনোয়ার।
বৃহস্পতিবার বিকালে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার তাদের সাময়িকভাবে বরখাস্ত করেন।
উল্লেখ্য ১৪ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহানগর গোধূলি ট্রেনটি বুধবার বেলা সোয়া ৩টার দিকে পাহাড়তলী স্টেশনে উত্তরে নিউ গেইট (পাহাড়তলী থানার কাছে) লাইনচূত্য হয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে ৩টি বগি উল্টে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছে।
এ ঘটনায় অন্তত ১০ ঘন্টা চট্টগ্রামের সাথে সারাদেশের ছিল। এ ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে ওই দুই কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করার জন্য তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়।
সুপারিশের প্রেক্ষিতে ফৌজদারহাটের স্টেশন মাস্টার সঞ্জিব দাশ ও পাহাড়তলী স্টেশনের ট্রেন কন্ট্রোলার শহিদুল আনোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।