জোরারগঞ্জ থানা পুলিশ মিরসরাইয়ে অভিনব কায়দায় মাদক পাচারকালে ২ নারীকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার ওই ২ নারী মাদক পাচারকারী পেটের সাথে মাদকগুলোকে বেঁধে পাচার করার সময় পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, উপজেলার করেরহাট ইউনিয়নের সাবেনিখিল এলাকায় থেকে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ চট্টগ্রামের পাহাড়তলি থানার ৫ নং ওয়ার্ডের হামদু মিয়ার বাড়ির রোকেয়া বেগম ও রিমা বেগমকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।