র্যাব চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দার হাটে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার সমমূল্যের দুই কেজি নেশা দ্রব্য আফিম সহ দুই বিক্রেতাকে আটক করেছে।
বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) ভোরে তাদেরকে আটক করে র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের একটি অভিযানিক দল।
আটক মো.আলম (৬৫) সে কক্সবাজার জেলার ইসলামপুর উপজেলার নাপিতখালী এলাকার মৃত আব্দুস ছগিরের ছেলে এবং দিদার হেেেসন(৩৬) নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার সূবর্ণ চর এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার (এডি) চন্দন দেবনাথ সিটিজি নিউজকে এক তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সিটিজি নিউজ ডটকমকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দার হাটের শাহ আমানত সেতু সংযোগ সড়কে এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি নিষিদ্ধ আফিমসহ তাদের দুই জনকে আটক করা হয়, আটককৃতরা একটি ব্যাগে করে আফিমগুলো পাচারের জন্য বহন করছিলো।”