বাকলিয়া চরচাক্তাই সিটি কর্পোরেশন স্কুল মাঠ সংলগ্ন অবৈধভাবে দখলকৃত কর্পোরেশনের ৫২ শতক জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দখলমুক্ত হয়েছে ।
বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন এর নেতৃত্বে দুপুরে চট্টগ্রাম মহানগর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
একই অভিযানে চকবাজার থানাধীন মতি টাওয়ার এর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় সাত দোকানকে জরিমানা করা হয়।
তন্মধ্যে এ প্লাস শাড়ীঘর,নিউ ফেরদৌস ফ্যাশন,আমিন কসমেটিক্স,আলম ব্রাদার্স,গাউছিয়া কসমেটিক্স ও নিউ সাত রংকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আরাধ্য জুয়েলার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া যথাসময়ে লাইসেন্স নবায়ন না করায় ওড়না মিউজিয়াম ও চয়েজ কালেকশন থেকে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।