বিসিবি একাদশ আফগানিস্তানের করা ২৩৩ রানের জবাব দিতে নেমেছে । সর্বশেষ ওভারের তথ্য পড়তে রিফ্রেশ করুন। লাল চিহ্নিত অংশে ক্লিক করুন। আফগানিস্তানের ইনিংসের খবর পড়তে এই লিংকে করুন
বিসিবি একাদশ ইনিংস
১.ইমরুল কায়েস-কট হামজা, বোল্ড করিম-১২ রান (৮ বল)
২.বিজয়- বোল্ড ফরিদ, কট রশিদ-৫ রান (১২ বল)
৩.সাব্বির- কট হামজা, বোল্ড ফরিদ-৯ রান (১৪ বল)
৪.লিটন দাস-স্টা: শাহজাদ, বোল্ড নবী-৬ (১৯ বল)
৫.মিরাজ-রানআ্উট হামজা-১৫ রান (৩৯ বল)
৬.মোসাদ্দেক ব্যাটিং-বোল্ড মোহাম্মদ নবী-৭৬ রান (৯৭ বল)
৭.আলাউদ্দিন বাবু-বোল্ড রশিদ খান-০ (৬ বল)
৮.শুভাগত হোম-বোল্ড মোহাম্মদ নবী- -৩৪ (৩১)
৯.অাল-আমিন-বোল্ড মোহাম্মদ নবী- ৫ (১২ বল)
১০.আবু হায়দার-বোল্ড রশিদ খান-০ (১০ বল)
১১. সানজামুল ইসলাম অপরাজিত-০ (১ বল)
উইকেট পতন: ৯/১(৩.৩) , ২/১৫(৪.৩), ২৩/৩(৬.৪), ৩৯/৪(১৩.৩), ৫/৯৫(২৪.২), ৬/১৫৪(৩৩.২), ৭/১৫৬(৩৪.৩), ৮/১৬৭ (৩৭.২), ৯/১৬৭ (৩৭.৫), ১০/১৬৭ (৩৮.১)
বোলিং
ফরিদ আহমেদ : ৫ ওভার, ১৯ রান, ২ উইকেট, ইকো: ৩.৮০
করিম জান্নাত : ৬ ওভার, ২৮ রান, ১ উইকেট, ইকো: ৪.৬৬
আশরাফ : ৩ ওভার, ৪ রান, উইকেট নেই, ইকো: ১.৩৩
নবী : ৮ ওভার, ২৪ রান, ৪ উইকেট, ইকো: ৩.০০
আমির হামজা: ৮ ওভার, ৪৩ রান, উইকেট নেই, ইকো: ৫.৩৭
রশিদ খান: ৫.১ ওভার, ২৫ রান, ২ উইকেট, ইকো: ৪.৮৩
রহমত শাহ: ৩ ওভার, ২১ রান, উইকেট নেই, ইকো: ৭.০০
টস : বিসিবি একাদশ টসে জিতে প্রথমে ফিল্ডিং
ভেন্যু : খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লাহ
আম্পায়ার : শরফুদৌল্লাহ ও আনিসুর রহমান
ম্যাচ রেফারি : আখতার হোসেন
ম্যাচ নোট : আফগানিস্তান ইনিংস
ইনিংস শুরু : সকাল ৯টা
প্রথম পাওয়ার প্লে : (১-১০ ওভার) ৩০/২
৫০ রান : ১৫.৩ ওভারে
১০০ রান : ২৮ ওভারে
১৫০ রান : ৩৭.১ ওভারে
হাশমতউল্লাহ ৫০ রান : ৭৫ বল ( ৪x৩,৬x১)
দ্বিতীয় পাওয়ার প্লে : (১১-৪০) ১৩৬/৩
২০০ রান : ৪৪.৩ ওভার
বিসিবি একাদশ
ইনিংস শুরু : ১.২০ টা
প্রথম পাওয়ার প্লে : (১-১০) ৩৫/৩
৫০ রান : ১৭ ওভার
১০০ রান : ২৫.৪ ওভার
মোসাদ্দেক ৫০ রান : ৭২ বল ( ৪x৪,৬x১)
১৫০ রান, ৩২.৫ ওভার
ইনিংস শেষ ৪:৩০ টায় (১৬৭ রান)
বিসিবি একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, লিটন কুমার দাস, শুভাগত হোম, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিস রায়, মিরাজ, আলাদ্দিন বাবু, আল-আমিন হোসেন।
আফগানিস্তান দল: আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, রহমত শাহ, মিরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি ও ইহসানউল্লাহ জানাত