যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছে । ইরাকের মসুলে রাসায়নিক সমৃদ্ধ রকেট বোমা নিক্ষেপ করছে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আইএস এই হামলা চালায় বলে মার্কিন সামরিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর বিবিসির।
অতিমাত্রায় বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কায় রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করেছে জাতিসংঘ। বিবিসির খবরে বলা হয়, আইএস নিয়ন্ত্রিত মসুলের নিকটবর্তী কায়ারা বিমান ঘাঁটিতে চালানো এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ম্যারিন জেনারেল জোসেফ ডানফর্ড জানান, আইএস জঙ্গি গোষ্ঠীর রাসায়নিক বোমা নিক্ষেপের সামর্থ্য রয়েছে। তবে মঙ্গলবারের হামলায় ব্যবহৃত বোমাটি এতটা শক্তিশালী নয়।। তবে এই হামলায় বুঝা যাচ্ছে, তারা ধীরে ধীরে রাসায়নিক অস্ত্র তৈরিতে সমৃদ্ধ হচ্ছে।
ইরাক এবং সিরিয়াতে ব্যবহার করার জন্য আইএস রাসায়নিক অস্ত্র তৈরি করছে বলে দীর্ঘদিন ধরেই সন্দেহ করা হচ্ছিল।
বৃহস্পতিবার জেনারেল ডানফোর্ড মার্কিন সিনেটের সশস্ত্র কমিটিকে জানান, হামলায় আইএস সালফার এং মাস্টার ব্লিস্টার রাসায়নিক উপাদান সমৃদ্ধ রকেট হামলা চালিয়েছে। এসব রাসায়নিক উপাদান অঙ্গ, ত্বক, চোখ এবং শ্বাসনালীর মারাত্মক ক্ষতি করতে পারে।
মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর। গত দুই বছর ধরে শহরটি আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। শহরটি পুনরায় সরকারি বাহিনীর দখলে নিতে আগামী সপ্তাহে যুদ্ধ শুরু হতে পারে। মার্কিন বাহিনী স্থানীয় বাহিনীকে শহরটির দখল নিতে সাহায্য করছে।