দুইজন নিহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ট্রাককে কাভার্ডভ্যান ধাক্কায় । বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে উপজেলার বিএসআরএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বিএসআরএমের শ্রমিক মোশাররফ হোসেনের নাম জানা গেছে। নিহত কাভার্ড ভ্যান চালকের সহকারীর নাম জানা যায়নি।
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ফরিদ উদ্দিন জানান, রাতে ঢাকাগামী মালবাহী একটি কাভার্ডভ্যান চট্টগ্রামমুখী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পথচারী বিএসআরএম এর শ্রমিক মোশাররফ হোসেন ও কাভার্ডভ্যান চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। আহত হন কাভার্ডভ্যান চালক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক ও কাভার্ডভ্যানেক আটক করেছে পুলিশ।