আদালত রাজধানীর পল্লবী থানার একটি নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মামলার ২০ আসামির বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। মামলার চার্জশিটভুক্ত ছয় আসামি জামিনে থেকে আদালতে উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বিএনপি জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে পল্লবী থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031