বললেন, ‘প্রেগন্যান্ট ওম্যান সাজছি না’। অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করবেন না কারিনা। নিজেই তা সাফ জানিয়ে দিলেন।
শোনা যাচ্ছিল, ‘বীরে দি ওয়েডিং’ সিনেমায় কারিনা কাপুরের চরিত্র অন্তঃসত্ত্বার। এনিয়ে তার ভাষ্য, ‘খবরটা ভুল। আমি প্রেগন্যান্ট ওম্যান সাজছি না’।
শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘বীরে দি ওয়েডিং’এর শুটিং শুরু হওয়ার কথা অক্টোবরে। কারিনা কাপুর ছাড়াই এই সিনেমাটিতে সোনম কাপুরের অভিনয় করার কথা রয়েছে।