পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজি শরিফ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যেকোনো আক্রমণাত্মক তৎপরতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন ।

বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এই হুঁশিয়ারি করেন তিনি। উরি  হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে প্রবল উত্তেজনার মধ্যে জাতিসংঘে এ হুঁশিয়ারি করলেন নওয়াজ।

নয়াদিল্লি শান্তি প্রতিষ্ঠায় একটি বাধা উল্লেখ করে নওয়াজ শরিফ বলেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে শান্তি চায়। কিন্তু ভারত সংলাপে বসার জন্য অগ্রহণযোগ্য শর্ত আরোপ করেছে।’

পাকিস্তান প্রধানমন্ত্রী অভিযোগ করেন, উরির ঘটনায় ভারত সীমান্তে নজিরবিহীন অস্ত্র সমাবেশ করেছে। তবে ভারতের এই অস্ত্র সমাবেশ পাকিস্তান অগ্রাহ্য করবে না বলে হুঁশিয়ারি করে নওয়াজ বলেন, ‘ভারতের এই তৎপরতার যথাযথ প্রতিরোধে যা দরকার, তা-ই করা হবে।’

ভাষণে নওয়াজ শরিফ ভারত-পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ে যেকোনো ধরনের নীরবতার পরিণামের ব্যাপারেও হুঁশিয়ারি করেন। তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার বিপদ আন্তর্জাতিক সম্প্রদায় এড়িয়ে যাচ্ছে। এর পরিণাম তাদের ভোগ করতে হবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি স্পষ্ট বলতে চাই, কেবল পাকিস্তান নয় দুই দেশের স্বার্থেই আলোচনা প্রয়োজন। আমাদের মতপার্থক্য দূর করতে এটা অপরিহার্য।’

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি করেছেন,  উরিতে হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের সাজার মুখোমুখি করা হবে।

এ ছাড়া উরি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি তাগিদ রয়েছে দেশটির বিভিন্ন পযায় থেকে। সেনাবাহিনীতেও এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে।

গত রোববার উরিতে সন্ত্রাসী হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিদের দায়ী করছে ভারত। এ জন্য সীমান্ত সংলগ্ন জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিতে ভারত সীমিত পর্যায়ে সামরিক হামলা চালাতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031