পুলিশ চট্টগ্রামে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে । সোমবার দিবাগত রাতে বিধান কৃঞ্চ ঘোষ (২৫) নামে উক্ত অস্ত্র ব্যবসায়ীকে চান্দগাঁও বারৈপাড়া এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধান একজন পেশাদার অস্ত্র বিক্রেতা। মহেশখালীর জঙ্গলের কারখানায় তৈরী করা অস্ত্র নগরীতে এনে অপরাধীদের কাছে বিক্রি করেন।
আটক বিধান বারৈপাড়া ওমর আলী মাতব্বর রোডে হাজী শাহ’র মাজারের সামনে অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছিল। এসময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়।
কক্সবাজার জেলার মহেশখালীর কেরামতলী এলাকার বিভীষণ ঘোষের ছেলে বিধান। নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল পুলিশ ফাঁড়ির পাশে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।