চসিকের নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন এর সভাপতিত্বে এবং মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চসিক বিভাগীয় প্রধান ও শাখা প্রধান উপস্থিত ছিলেন।
এসময় সিটি মেয়র নাছির উদ্দীন বিদায়ী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে ফুল, সিটি কর্পোরেশনের মনোগ্রাম খচিত ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে বিদায় জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে সিটি মেয়র বলেন, মেজবাহ উদ্দিন একজন সফল প্রশাসক ছিলেন। তিনি মন-প্রাণ উজার করে চট্টগ্রামকে ভালবেসে সফলতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তার দরদী মন ভবিষ্যতে চট্টগ্রামের প্রতি আরো বেশি সক্রিয় থাকবে বলে আশা করেন মেয়র।
সংবর্ধিত অতিথি ও বিদায়ী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, রাজনীতি থেকে প্রশাসনিক দায়িত্বে এসে দেশকে ভালবেসে সকল প্রতিকূলতা অতিক্রম করে মানুষের সেবা করার চেষ্টা করেছি। আমি কাজকে পছন্দ করি এবং যত দিন বেঁচে থাকবো একজন দেশপ্রেমিক হিসেবে কাজ করে যাব।
তিনি বলেন, শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেছেন- যা আমার জীবনের জন্য বিশাল প্রাপ্তি।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের ভূয়সী প্রশংসা করে মেজবাহ উদ্দীন বলেন, তিনি তার মনের মাধূরী দিয়ে স্বপ্নের শহর চট্টগ্রামকে গড়ে তোলার চেষ্টা করছেন। তার ভিশন বাস্তবায়িত হলে চট্টগ্রামবাসী তাদের হারানো গৌরব ফিরে পাবে।