পুলিশ কুমিল্লা বুড়িচং উপজেলায় ১১ হাজার পিস ইয়াবাসহ মো. বাচ্চু মিয়া নামে এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
বুধবার ভোরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
আটক মাদকবিক্রেতা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আটাইশা দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া জানান, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় ময়মনসিংহগামী রিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাচ্চু মিয়ার কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে ওই মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটক মাদকবিক্রেতার বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা হচ্ছে।