অবৈধ স্থাপনা ফেনী শহরের প্রাণকেন্দ্র ট্রাংক রোডের শহীদ মিনার চত্বর ঘিরে গড়ে উঠেছে । মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হলেও ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর সন্ধ্যায় আগের চেহারায় ফিরে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের ট্রাংক রোডে শহীদ মিনারকে ঘিরে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। এসব দোকানে বখাটেরা আড্ডা জমায়। এর ফলে স্কুল-কলেজের পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির লোকজন বসতে পারে না। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও কোনো ফল হয় না। শহীদ মিনারে নিয়মিত পুলিশ পাহারা থাকলেও টং দোকানিরা কর্ণপাত করে না। মঙ্গলবার বেলা ১২টার দিকে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নেহাশীষ দাস ও সহকারী কমিশনার সারমীন ইয়াছমীন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় শহীদ মিনারের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। খুরশিদ আলম নামের এক ফল বিক্রেতার এক হাজার টাকা জরিমানা ও অন্যান্য দোকানগুলো ভেঙে ফেলা হয়। পরবর্তী সময়ে এখানে না বসতে সতর্ক করে দেয়া হয়।
এদিকে উচ্ছেদের পর দোকানিরা সন্ধ্যায় ফের অবৈধ স্থাপনা গড়ে তোলে। বুধবার সকালে গিয়েও একই চিত্র দেখা যায়।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) স্নেহাশিষ দাস ঢাকা টাইমসকে বলেন, শহীদ মিনার পরিচ্ছন্ন রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।