ভারতীয় সেনাদের এবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ‘জঙ্গিদের’ সঙ্গে লড়াই হয়েছে। সেনা সূত্র থেকে বলা হয়েছে, এতে এক সেনা সদস্য সহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। রোববার উরি এলাকায় সেনাবাহিনীর যে ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালায় তার কাছেই এ ঘটনা ঘটে বলে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি দুটি স্থানে জঙ্গিদের সঙ্গে সেনাদের লড়াই শুরু হয়। সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, সন্দেহজনক দু’গ্রুপ বিদ্রোহীর সন্ধান পায় সেনারা। এর আগে রোববার চার অস্ত্রধারী উরি ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়ে হত্যা করে ১৮ সেনা সদস্যকে। কয়েক বছরের মধ্যে কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা রক্ষাকারীদের ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এ ইস্যুতে পাকিস্তানকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেন। বলা হয়, উরি হামলার মূল পরিকল্পনাকারী পাকিস্তান। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। ভারতের অভিযোগকে পায়ে পড়ে ঝগড়া হিসেবে আখ্যায়িত করে তারা। পাকিস্তান বলেন, কাশ্মিরে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তা থেকে মনোযোগ সরিয়ে নেয়ার এটা একটি নগ্ন প্রচেষ্টা। মিডিয়ার খবরে বলা হয়েছে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ বুধবার মন্ত্রীপরিষদের নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক ডাকা হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |