২১০টি দুর্ঘটনা ঘটেছে এবার ঈদুল আযহায় সড়ক, রেল ও নৌপথে যাত্রার সময়। গত ৭ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে মাত্র ১২ দিনে এসব দুর্ঘটনায় মোট ২৬৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১ হাজার ১৫৩ জন। বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির পর্যবেক্ষণ প্রতিবেদনে এতথ্য উঠে এসেছে। আজ বুধবার দুপুরের জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সবশেষ ঈদযাত্রার সময় দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদযাত্রার এই সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবরাখবর পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। পর্যবেক্ষণ প্রতিবেদনে জানানো হয়, ঈদযাত্রার ১২ দিনে ১৯৩টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে মারা গেছেন ২৪৮ জন। আহত হয়েছে ১ হাজার ৫৬ জন। একই সময়ে আটটি নৌ-দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে সাতজন। চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আহত হয়েছে ৫০ জন। মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনার কারণগুলোর মধ্যে অন্যতম হলো অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে পাশ কাটানো (ওভার টেকিং), সড়কে বিভাজক না থাকা, ট্রাফিক আইন না মানা, চালকের বেপরোয়া মনোভাব, প্রশিক্ষণবিহীন অদক্ষ চালক, যাত্রীদের অসচেতনতা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031