এবার দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তার বিরুদ্ধেই উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। তিনি দুদকের সমন্বিত জেলা চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক রইসুদ্দিন আহম্মেদ। বাড়ি নির্মাণে পাথর, রড, সিমেন্টসহ নগদ টাকা গ্রহণ করে তা পরিশোধ না করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়াও আছে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ। এসব অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দুদক। নির্দেশনায় সংশ্লিষ্টদের বলা হয়েছে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধানপূর্ব তদন্ত প্রতিবেদন দাখিল করতে। দুদকের প্রশাসন ও সংস্থাপন বিভাগের পরিচালক নিরু শামছুন্নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ প্রদান করা হয়। দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির উপ-সহকারী পরিচালক রইসুদ্দিন বাড়ি নির্মাণের জন্য ১৩ লাখ ৪০ হাজার টাকার পাথর, সিমেন্ট ও রড গ্রহণ করেছেন। এছাড়া, নগদ টাকাও নিয়েছেন। দুদকের নিকট এমন অভিযোগ দাখিল করেছেন রাজধানীর বারিধারাস্থ ফারহানা ইঞ্জিনিয়ারিংয়ের প্রোপাইটর মো. নজরুল ইসলাম। এই অভিযোগ ছাড়াও রইসুদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয় সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের জন্য একটি তদন্ত টিম গঠন করে ১৫ কার্যদিবস সময় বেঁধে দিয়েছে দুদক। অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে দুদক সূত্র জানিয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |