ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গুলি করে হত্যা করা হয়েছে প্রয়াত এক বৃটিশ ব্যারন অ্যান্থনি মোইনিহানের মেয়েকে। তার নাম মারিয়া অরোরা মোইনিহান (৪৫)। ১০ই সেপ্টেম্বর রাস্তার ওপর পড়ে থাকতে দেখা যায় তার মৃতদেহ। তার পাশেই পড়ে ছিল একটি চিরকুট। তাতে লেখাÑ ড্রাগ পুশার টু দ্য সেলিব্রেটিস ইউ আর নেক্সট!
মারিয়াকে ২০১৩ সালে মাদক বিষয়ক এক ঘেরাওয়ের সময় গ্রেপ্তার করা হয়েছিল। তারপর তিনি জামিনে বেরিয়ে আসেন। ফিলিপাইনে ব্যারন অ্যান্থনি মোইনিহানের বিরুদ্ধে মাদক পাচার, প্রতারণা ও পতিতাবৃত্তির অভিযোগ রয়েছে। দেশটিতে নতুন প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে ক্ষমতায় আসার পর মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেন। তিনি নির্দেশ দেন যে বা যিনি মাদক গ্রহণ করবেন বা এ ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে গুলি করে হত্যা করার। এ নির্দেশের পরে দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে ৩০০০ মানুষকে সরাসরি হত্যা করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। মারিয়া মোইনিহানের বিষয়ে প্রধান পরিদর্শক টিটো জে কিউডেন বলেছেন, প্রত্যক্ষদর্শীরা আমাদের বলেছেন যে, তারা বেশ কিছু গুলির শব্দ পেয়েছেন। তারপর তারা দেখেছেন ওই এলাকা থেকে একটি গাড়ি চলে যেতে। কর্তৃপক্ষ বলেছে, মারিয়া মোইনিহানের মৃতদেহের পাশে পাওয়া গেছে মিথামফেটামিন নামের এক প্যাকেট মাদক। এ বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, ফিলিপাইনের সেলিব্রেটি মারিতোনি ফার্নান্দেজের বোন হলেন এই মারিয়া মোইনিহান। তাদের মা এক সময় ফিলিপাইনে একটি ম্যাসাজ পার্লার চালাতেন। সেখানেই মোইনিহান নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। বৃটেনে তার বিরুদ্ধে অনেকগুলো প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। এ জন্য তিনি বৃটেন থেকে পালিয়ে চলে যান ফিলিপাইনে। সেখানেই ওই পার্লারে তিনি খুঁজে পান মনের মানুষ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |