নিজের স্ত্রী ইয়াসমিন বানুর (৩৮) বিরুদ্ধে মামলা করলেন ব্যাঙ্গালুরুর এক স্বামী ইমরান। পুলিশের কাছে দেয়া অভিযোগে তিনি বলেছেন, তার স্ত্রীর আরও ৭ জন স্বামী আছে। ইয়াসমিন বানু তার ওপর নির্যাতন করেন। এ ঘটনাটি ঘটেছে পূর্ব ব্যাঙ্গালুুরুর কেজি হাল্লি এলাকায়। এ খবর দিয়েছে অনলাইন দ্য টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, ইমরানের দাবি তার স্ত্রী ইয়াসমিন স্বভাবজাত একজন প্রতারক। এরই মধ্যে এগিয়ে এসেছেন দু’পুরুষ সোয়েব ও আফজাল। তারা দাবি করছেন, তাদেরকে বিয়ে করেছেন ইয়াসমিন। এর মধ্যে আফজাল একজন রিয়েল এস্টেট এজেন্ট। তিনি পুলিশের কাছে একটি বক্তব্য দিয়েছেন। তাতে বলেছেন, বিয়ের পর এক পর্যায়ে ইয়াসমিন তার কাছে বিপুল পরিমাণ অর্থ চান। তিনি তা দিতে অস্বীকৃতি জানানোয় ইয়াসমিন তাকে ছেড়ে চলে যান। তবে সব অভিযোগ যাচাই করে দেখছে পুলিশ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |