ব্যালন ডি অ’র ফিফা থেকে আলাদা হয়ে গেছে। এখন থেকে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর দিবে ফ্রান্স ফুটবল। তবে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা কী নামে বর্ষসেরা খেলোয়াড়কে পুরস্কৃত করবে তা এখনো জানা যায়নি। ফিফা থেকে আলাদা হয়ে যাওয়ার পর ফ্রান্স ফুটবল ব্যালন ডি’অর পুরস্কারের নতুন নিয়ম ঘোষণা করেছে। এই নিয়মে সেরা তিন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে না। এর বদলে একসঙ্গে সেরা ৩০ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। নির্বাচিত সাংবাদিক, জাতীয় দলের কোচ ও অধিনায়কের ভোটে ওই ৩০ জনের মধ্য থেকে যে কোনো একজন সেরা খেলোয়াড়ের পুরস্কার পাবেন। এছাড়া সেরা খেলোয়াড়ের নাম ঘোষণার সময়েও নতুন নিয়ম এনেছে ফ্রান্স ফুটবল। এতদিন ফিফা ব্যালন ডি’অর পুরস্কারজয়ী খেলোয়াড়ের নাম ঘোষণা করা হতো জানুয়ারি মাসে। কিন্তু ফ্রান্স ফুটবল ব্যালন ডি’অর পুরস্কারজয়ীর নাম ঘোষণা করবে বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে। ফিফা এবং ফ্রান্স ফুটবল একটি চুক্তির মাধ্যমে ২০১০ সাল থেকে যৌথভাবে ফিফা ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে আসছিল। কিন্তু ৬ বছর পর তাদের সে সম্পর্কচ্ছেদ হলো। এর আগে ১৯৯১ সাল থেকে ফিফা সেরা খেলোয়াড়কে পুরস্কার দিতো ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ নামে। আর ব্যালন ডি’অর নামে ফ্রান্স ফুটবল পুরস্কার দেযা শুরু করে ১৯৫৬ সাল থেকে। ১৯৯৪ সাল পর্যন্ত তারা শুধু ইউরোপের সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিতো। কিন্তু ১৯৯৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউরোপের ক্লাবে খেলা যে কোনো মহাদেশের সেরা খেলোয়াড়কে তারা এই পুরস্কার দেয়। নতুন পথচলায় এই পদ্ধতিই চালু থাকবে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031