প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাশ্মীর সীমান্ত সংলগ্ন সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন । গত ১৮ই সেপ্টেম্বর কাশ্মীরের উড়ি সেনা ঘাঁটিতে এ যাবৎকালের ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৮ সেনা সদস্য নিহত এবং অনেকে আহত হন। এ ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই চিঠিতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হতাহত সেনা সদস্যের পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন বাংলাদেশের সরকার প্রধান। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেনÑ বাংলাদেশ যে কোনো ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানায়। বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ’জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে কোনো সংকটময় মুহূর্তে ভারতের পাশে থাকবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তার বার্তায় এই অঞ্চল থেকে সীমান্ত সন্ত্রাস নির্মূলে দুই দেশের অভিন্ন প্রচেষ্টার কথা স্মরণ করে আগামী দিনেও এক সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী এ ঘটনায় আহত ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |