মেজবাহ উদ্দিন চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক  বলেছেন, ‘এদেশের মানুষ জঙ্গিবাদকে সমর্থন করে না। মানুষ জঙ্গিদের মনেপ্রাণে ঘৃৃণা করেন। তাদের ওপর মানুষ এতটা ক্ষুদ্ধ, কোথাও জঙ্গি দেখলেই মানুুষ পিটিয়ে মেরে ফেলবে। জঙ্গি তৎপরতার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই।’ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে মিরসরাইয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন।

সকাল ১১টায় মিরসরাইয়ের জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন দেশসেরার মর্যাদা পাওয়া এ ডিসি। এসময় তিনি আরো বলেন, বিদেশি অর্থায়নে এদেশে ইসলামের নামে জঙ্গি তৎপরতা চালানো হয়। এদেরকে অর্থ দেয় ইসরাইল আর পাকিস্তান।’

বিদায়ী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘মানুষের দোয়ায় আমি শ্রেষ্ঠ জেলা প্রশাসকের মর্যাদা অর্জন করেছি। খুলনার ডিসি হিসেবে কর্মরত থাকা অবস্থায় আমি সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসকের দুয়ার খুলে দিয়েছিলাম। পূর্বে ¯িøপ পদ্ধতির মাধ্যমে ডিসির সঙ্গে সাধারণ মানুষদের দেখা করতে হতো। আমি যোগদানের পর থেকে ওই নিয়ম বন্ধ করে সাধারণ মানুষের জন্য উন্মক্ত করে দিয়েছিলাম। এরপর চট্টগ্রামের যোগদানের পরও সাধারণ মানুষের অভিযোগ অনুযোগ শোনার চেষ্টা করেছি। মানুষের জন্য কাজ করেছি। তাদের দোয়া আমার সাথে আছে।’

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দিয়ে ডিসি বলেন, ‘জনগণের সেবা করতে হলে তাদের মন জয় করতে হলে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের একযোগে জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

ওইদিন সকাল ১১টায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) ইয়াসমিন আক্তার কাকলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আজগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তাফা, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সামজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031