ফ্রান্সে নতুন করে বুরকিনি বিতর্ক শুরু হয়েছে। সেখানকার কান সহ বিভিন্ন শহরে মুসলিম নারীদের পোশাক বুরকিনি নিষিদ্ধ করা হয়েছে আগেই। ফলে সেখানে মুসলিম নারীরা যে বৈষম্যের শিকার হচ্ছেন তার প্রতি সহমর্মিতা প্রকাশ করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ২৩ বছর বয়সী মেডিকেল পড়–য়া জয়নব আলশেলহ। তিনি বুরকিনি পরে গিয়েছিলেন রিভেইরি সমুদ্র সৈকতে। কিন্তু ওই পোশাক পরার কারণে তাকে জোর করে ওই সৈকত থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে চ্যানেল ৭-এ। এতে দেখা যায়, জয়নব ওই সৈকতে গেলে স্থানীয়রা তাকে ঘিরে ধরে এবং বলতে থাকে, যদি তিনি সৈকত ছেড়ে না যান তাহলে তারা পুলিশ ডাকবে। উল্লেখ্য, ফ্রান্সের কান, রিভেইরা সহ বিভিন্ন শহরে বুরকিনি নিষিদ্ধ করা হলেও আগস্টে দেশটির সর্বোচ্চ আদালত ওই নিষেধাজ্ঞাকে বেআইনি বলে আখ্যায়িত করে। এর মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ আদালতের আদেশ অমান্য করে নিষেধাজ্ঞা বহাল রাখে। এর স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে স্থানীয় মেয়ররা বলেন যে, পুরো শরীর ঢাকা এই সাঁতারের পোশাক হলো ইসলামের একটি প্রতীক। জুলাইয়ে নিস শহরে যে নৃশংস হামলা হয় তার প্রতি এটা একটি বড় ধরনের উস্কানি। জয়নব আলশেলহ বলেছেন, পরিস্থিতি আসলে কি সে সম্পর্কে আরও জানতে তিনি ও তার পরিবার ফ্রান্স সফরে যান। তিনি বলেছেন, আমাদের উদ্দেশ্য ছিল সেখানকার নারী, মেয়েদের যদি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারি এমন কিছু করা। কিন্তু রোববার রাতে চ্যানেল ৭-এ যে ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে তাতে দেখা যায়, এক ব্যক্তি তাকে হুমকি দিচ্ছে। বলছে, তারা যদি ভিলেনুভ-লুবেত সৈকত না ছাড়েন তাহলে পুলিশ ডাকবে সে। এ সময় সৈকতে উপস্থিত অন্যরা তার প্রতি অবমাননাকর মন্তব্য ছুড়ে মারতে থাকে। জয়নব বলেছেন, আমাদেরকে সেখানে দেখে তারা সন্তুষ্ট হতে পারে নি। অথচ সেখানে বুরকিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আদালত। বুরকিনির বিরুদ্ধে এমন বৈষম্যমুলক আচরণ শুরু হয়েছে সমুদ্র সৈকতে। আল্লাহই ভাল জানেন এর শেষ কোথায়। চ্যানেল ৭ কে তিনি বলেছেন, বুরকিনি হলো আমার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত। এটা আমার ধর্মীয় প্রতীক। এটা ইসলামের প্রতীক। আমার হিজাব পরার অধিকার আছে।
বুরকিনি কি
বুরকিনি হলো মুসলিম নারীদের পুরো শরীর ঢাকা একটি সাঁতারের পোশাক। এটা পরলে একজন নারীর শুধু মুখ, হাত ও পা বাইরে থাকে। তবে এটি বোরকার মতো নয়। বোরকা ও বিকিনি এ দুটি শব্দের সংমিশ্রণে নামকরণ হয়েছে বুরকিনি। বোরকায় মুখমন্ডল ঢাকা থাকে। বুরকিনিতে তা থাকে না। বুরকিনি পরে একজন মুসলিম নারী তার শারীরিক গোপনীয়তা রক্ষা করেন। কিন্তু অভিবাসন বিরোধী ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় বুরকিনি নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ায় মুসলিমের সংখ্যা বৃদ্ধিতে ঝুঁকি সৃষ্টি হচ্ছে। তাই বুরকিনি নিষিদ্ধ করতে হবে। বুরকিনি সৃষ্টি করেছেন অস্ট্রেলিয়ার নারী আহেদা জানেত্তি। তিনি বলেছেন, সাঁতারের এই পোশাকটি স্বাধীনতা ও সুস্থভাবে বাঁচার প্রতিনিধিত্ব করে। এটা চাপিয়ে দেয়ার মতো কিছু নয়। বুরকিনি তো অস্ট্রেলিয়ার সাঁতারের পোশাকের সঙ্গে সঙ্গতি রেখে বানানো হয়েছে। তাহলে কেন তা নিষিদ্ধ করার কথা আসে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031