ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে আজ সোমবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে। তবে এই সাক্ষাত আলাদা আলাদাভাবে হওয়ার কথা রয়েছে। গত সপ্তাহে হিলারি বলেছেন, তিনি মিশরের প্রেসিডেন্ট সিসি ও ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে সোমবার দিনশেষে কথা বলবেন। অন্যদিকে রোববার ট্রাম্পের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ওয়ালিদ ফারেস বলেছেন, একই দিন সিসির সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প। ট্রাম্প নিউ ইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ী ও রিয়েলিটি টিভি শোর উপস্থাপক। রাজনৈতিক কোন দায়িত্ব পালন করেন নি কখনো তিনি। তিনি সাম্প্রতিক সময়ে এ নিয়ে দ্বিতীয়বার পররাষ্ট্র নীতি নিয়ে হিলারির প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে পররাষ্ট্র নীতি নিয়ে তিনি গত মাসে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে আলোচনা করেন। এ সময়ে দু’দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। পরে ট্রাম্প জানিয়ে দেন, সীমান্তে দেয়াল নির্মাণের খরচ বহন করতে সম্মত হয়েছে মেক্সিকো। কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্ট এ কথা অস্বীকার করেন। পেনা নিয়েতো পরিষ্কার করে জানিয়ে দেন, তার দেশ কখনো দেয়াল নির্মাণের খরচ বহন করবে না। এরপরই মিশরের দিকে চোখ পড়েছে ট্রাম্পের। কারণ, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন দিয়েছিল বারাক ওবামা প্রশাসন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |