বাসের ধাক্কায় ছালেহ আহমদ (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় ।রবিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম সিটিজি নিউজ ডটকমকে জানান, দেওয়ানহাট মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ছালেহ আহমদ। এসময় একটি বাস তাকে ধাক্কা দেয়।
আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।