মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর কোতোয়ালী থানাধীন আনসার ক্লাবের সামনে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ।
সোমবার (১৭ সেপ্টেম্বর)দিবাগত রাত দেড়টার দিকে এ অভিযান চালনো হয়।গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন আনসার ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক মোঃ কবির হোসেন (৪০) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মধ্যম পাড়া সুন্দর আলী মুন্সি বাড়ীর মৃত আব্দুল বারেকের ছেলে। কবির হোসেন কোতোয়ালী থানাধীন প্রিতমার শাহ দোকানের পেছনের গলিতে থাকতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে কম দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছিল।তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।