চট্টগ্রাম নগরীর আকবার শাহ থানা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
রবিবার রাত সাড়ে ৮টায় কর্ণেলহাটে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, দ্রুত গতির একটি কাভার্ডভ্যান এক পথচারী চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে সিটি গেইটের দিক থেকে কর্ণেলহাট মুখি একটি দ্রুত গতির কার্ভাডভ্যান বাদামতলী রাস্তার মুখে এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এসময় স্থানীয় লোকজন কার্ভাডভ্যানটিকে ধাওয়া করলে সেটি একে খান ভিক্টোরীয়া জুট মিলের গেইটের সামনে অপর এক পথচারীকে চাপা দেয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।