২০০ পারমাণবিক অস্ত্র ইসরাইলের হাতে আছে । এর সবটাই ইরানের দিকে তাক করা। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের ফাঁস হওয়া ইমেইল থেকে এসব কথা জানা গেছে। গত বছর একজন সহকর্মীর কাছে ওই তথ্য দিয়ে একটি ইমেইল পাঠিয়েছিলেন কলিন পাওয়েল। কিন্তু সেই ইমেইল হ্যাক করেছে ডিসি লিকস নামের একটি হ্যাকিং গ্রুপ। এরপর তারা পররাষ্ট্র বিষয়ক ব্লগ লোবেলগ-এ তা প্রকাশ করে দিয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, ইরসাইলের পারমাণবিক উচ্চাকাঙ্খা রয়েছে। তাদের হাতে কি পরিমাণ অস্ত্র আছে বা এর আকার কি এ বিষয়ে কখনোই কথা বলে নি ইসরাইল। যদিও এটা একটি ওপেন সিক্রেট যে, যুক্তরাষ্ট্রের এ মিত্র দেশটি অস্ত্রে সুসজ্জিত। ইসরাইলি কিছু পর্যাবেক্ষকের অনুমান এ দেশটির হাতে ৪০০ পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু এক্ষেত্রে এ যাবতকালের মধ্যে যত তথ্য বেরিয়ে এসেছে তার মধ্যে কলিন পাওয়েলের দেয়া তথ্যকে বেশি সঠিক বলে মনে হচ্ছে। তিনি মার্কিন কংগ্রেসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে ব্যবসায়িক অংশীদার ও ডেমোক্রেট দলের ডোনার জেফ্রে লিডসকে ওই ইমেইল লিখেছিলেন। তিনি এতে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন। শেষ পর্যন্ত ওই চুক্তিটি গত গ্রীষ্মে সম্পন্ন হয়েছে। ওই ইমেইলে কলিন পাওয়েল লিখেছেন, যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তবে তারা কোনোভাবেই তা ব্যবহার করতে পারবে না। কারণ, তেহরানের রাজনীতিকরা জানেন ইসরাইলের কাছে ২০০ পারমাণবিক অস্ত্র রয়েছে। এগুলো তেহরানকে টার্গেট করে আছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031