আগামী ৩রা অক্টোবর শুনানি ধার্য করা হয়েছে কানাডার অটোয়াতে ট্রাকের ধাক্কায় নিহত বাংলাদেশী সাইকেল চালক নুসরাত জাহানের (২৩) দুর্ঘটনা মামলার । এই মামলায় ৩৮ বছর বয়সী ট্রাক চালক স্টিভেন ব্রুস কোনালিকে আসামি করা হয়েছে। কোনালি জামিন পেয়েছেন। তবে জামিনের শর্ত হল তাকে ৩রা অক্টোবরে অটোয়ার আদালতে হাজির হতে হবে। কোনালির বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রথমটি হল ফৌজদারি অবহেলাজনিত মৃত্যু, দ্বিতীয়ত ভয়ংকরভাবে গাড়ি চালানো। প্রথমটির জন্য ১৪ বছর ও দ্বিতীয় অপরাধও প্রমাণিত হলে কোনালির যাবজ্জীবন সাজা হতে পারে। এই খবর দিয়েছে অটোয়া সান। গত ১লা সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিটে অটোয়া শহরের লিয়ন স্ট্রিট ও লাউরিয়ার অ্যাভিনিউ ওয়েস্ট সড়কের কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে। সকাল ৮টায় ঘটনাস্থলে মৃত্যু হয় নুসরাতের। নুসরাতের বাবা কানাডার বাংলাদেশ দূতাবাসে প্রশাসনিক হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। এর আগে সংবাদ সংস্থার খবরে বলা হয়, নুসরাতের ভাই আব্দুল্লাহ আল নাসের জানান, নুসরাত মারা যাওয়ায় পরিবারের সবাই খুব ভেঙে পড়েছেন। তাদের বোনের এভাবে ছেড়ে চলে তাদের কাছে কল্পনাতীত। সে আমাদের কাছে একটি পৃথিবীর মতো। বয়সে ছোট হওয়ায় সবার আদরের ছিলো। নুসরাত সবার খেয়াল রাখতো। সে আমাদের কাছে বাচ্চার মতো। তিন বছর আগে পরিবারের সদস্যদের সঙ্গে কানাডায় আসেন নুসরাত। পড়ছিলেন উইলিস কলেজে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি টমলিনসন এনভায়রেন্টমেন্টাল সার্ভিসেস নামের একটি কোম্পানির। টমলিনসনের মুখপাত্র ডেল হার্লি অটোয়া সানকে বলেন, প্রত্যেকের জন্যই এটি একটি ভীতিকর অভিজ্ঞতা। চালক নিজেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তাকে বর্তমানে গ্রুপ কাউন্সিলিং দেয়া হচ্ছে। এটা একটা বিয়োগান্তক ও দুর্ভাগ্যজনক ঘটনা। তবে কোনালি কতদিন ধরে ট্রাক চালকের চাকরি করছিলেন, সেই তথ্য প্রকাশ করতে মুখপাত্রটি রাজি হননি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |