রোববার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনালে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন প্রসিকিউটর আবুল কালাম।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছার আট রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন-লুটপাটের আটটি অভিযোগ আনা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে গত বছরের ৪ মে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শুরু করেন। প্রাথিমিক তদন্তে তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মুক্তাগাছায় হত্যা, গণহত্যা, নির্যাতন ও লুটপাটের অভিযোগ মেলে। ওই বছরের ৯ ডিসেম্বর আটজনকে গ্রেপ্তারে পরোয়ানা দিয়েছিল ট্রাইব্যুনাল।
আসামিদের মধ্যে রেজাউল করিম ওরফে আক্কাস মৌলভী, এবিএম ইউনুস আলী মৌলভী, মো. ইউনুস আলী, মো. ওমর ফারুক গ্রেপ্তারের পর কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন মো. বেলায়েত হোসেন, মো. নাসির উদ্দিন, মো. ইসমাইল, কাজী বদরুজ্জামান। বিডিনিউজ।