ঈদের ছুটি শেষে রবিবার থেকে শুরু হওয়া স্কিল অনুশীলন ক্যাম্পে তাই যোগ দিয়েছেন তামিম। কিছুক্ষণ ব্যাটিংও করেছেন। ব্যাট ধরতে কতটা সাচ্ছ্বন্দ বোধ করেন সেটাই ছিল দেখার। আশার কথা, প্রথম দিনে যেভাবে ব্যাট করলেন তাতে খুব অস্বস্তি আছে বলে মনে হয়নি। গত মাসের ২৭ তারিখ ফিল্ডিং অনুশীলন করার সময় আঙ্গুলের ইনজুরিতে পড়েন। বলা হয়েছিল ৪ সপ্তাহর পর ঠিক হয়ে যাবে তামিমের ইনজুরি। মিরপুরে অন্যারা অনুশীলন করলেও তামিম ছিলেন তাই বিশ্রামে। এ সময়ে তার আঙ্গুলের কতটা উন্নতি হয়েছে সেটা জানার জন্য রবিবার দূপুরে করা সিটি স্ক্যান। তেমন কেনো সমস্যা নেই, রিপোর্ট ভালো।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর। হাতে আরো ৪/৫ দিন আছে। এ সময়ে অবস্থার আরো উন্নতি হওয়ার কথা।সে হিসেবে প্রথম ম্যাচে এ মারকুটে ওপেনারকে পেতেই পারে দল।
তবে সব কিছু নির্ভর করছেন তামিমের উপর। তিনি কতটা সাচ্ছ্বচ্ছ বোধ করেন তার উপর। সেটাই জানালেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন,‘তামিমের অবস্থা এখন বেশ ভালো। তবে সব কিছু নির্ভর করছে তার উপর। দুই-তিন দিনের ব্যাটিংয়ে পর বোঝা যাবে প্রকৃত অবস্থাটা। ও নিজেই বুঝতে পারবে ওর নিজের অবস্থা। আমার মনে হচ্ছে, আফগানিস্তান সিরিজ তামিমের মিস হবে না।’
প্রথম ম্যাচে তামিমকে না পাওয়া গেলেও পরের দুই ম্যাচে তিনি থাকবেন সেটা একরকম নিশ্চিতই। তবে তামিম নিজে নাকি চাচ্ছেন প্রথম ম্যাচেই মাঠে নামতে।