এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন কুমিল্লায় প্রাইভেট কারের ধাক্কায় আবদুল বারিক (৩৫) নামে । শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল বারেক কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীর পাড় এলাকার মো.সোলাইমানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টায় আবদুল বারেক কালাকচুয়ায় মদিনা তেলের পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে যাওয়ার সময় তাকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা ময়নামতি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আব্দুস সালাম ঢাকাটাইমসকে বলেন, ‘মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে প্রাইভেট কারটি পালিয়ে যায়। বর্তমানে নিহতের লাশ কুমিল্লা ময়নামতি ক্লিনিকে রয়েছে।’