এক পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে বাসের ধাক্কায় রূপালী খাতুন (৩৫) নামে । এ সময় আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম (৪০) ও তার মেয়ে হালিমা খাতুন (৪)।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে রুপালী খাতুন মারা যান।
ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল ঢাকাটাইমসকে জানান, এসআই হামিদুল তার স্ত্রী ও মেয়ে হালিমাকে নিয়ে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে গাড়াগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ‘গ্রিন লাইন’ নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে এসআই হামিদুল ইসলাম, তার ও শিশু কন্যা হালিমা খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রূপালী খাতুন মারা যান।
এসআই হামিদুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কর্মরত আছেন বলে জানান সহকারী পুলিশ সুপার।