আজও সড়কে ঝরেছে কমপক্ষে ১৫টি প্রাণ। ঈদের চতুর্থ দিনেও সড়কে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে দুটি দুর্ঘটনায় সাতজন, সিলেটে চারজন, ফরিদপুর, রাজশাহী, শেরপুর ও আশুলিয়ায় একজন করে নিহত হয়েছেন।

প্রতি বছরই ঈদযাত্রায় আশঙ্কাজনক হারে বেড়ে যায় সড়ক দুর্ঘটনা। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের পরে রাজধানীতে ফেরার পথে গত চার দিনে সড়ক দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একশজনেরও বেশি। গতকাল একই পরিবারের আটজনসহ একদিনে ২০ জনের বেশি প্রাণ ঝরেছে সড়কে। ঈদের আগেও প্রায় ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

ঢাকাটাঙ্গাইল মহাসড়কে ঝরল সাত প্রাণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাতজন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

শনিবার সকালে মির্জাপুরের ইছাইল নামক স্থানে যাত্রীবাহী বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন এবং কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার সকাল সোয়া সাতটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ইচাইল নামক স্থানে এ দুর্ঘটনার পর যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে ও থানা পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক রেকারের সাহায্যে মহাসড়ক থেকে সরিয়ে নিলে সকাল আটটার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

এদিকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুইজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সিলেটে বাস খাদে পড়ে নিহত ৪

সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জের কায়স্থগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটমুখী বাসটি কায়স্থ গ্রামে  এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ২ শিশু ও ২ পুরুষ নিহত হয়।

গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) মীর আব্দুন নাসের  ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন,  দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে ২ শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরে বাসচাপায় পথচারী নিহত

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় জয়নাল শেখ নামে এক পথচারী নিহত হয়েছেন। সদর উপজেলার মল্লিকপুর এলাকায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সার্জেন্ট ওয়াহিদুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে কুষ্টিয়াগামী এমএম পরিবহনের একটি বাস পথচারী জয়নালকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

রাজশাহীতে অটোরিকশা উল্টে শিশু শ্রমিক নিহত

রাজশাহী মহানগরীতে অটোরিকশা উল্টে গ্যারেজের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে নগরীর সপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হাসান আলী। সে নগরীর খ্রিস্টানপাড়া মালদা কলোনি এলাকার শহিদুল ইসলামের ছেলে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) সেলিম বাদশা জানান, হাসান আলী শহরের সপুরা এলাকায় কামাল হোসেন নামে এক ব্যক্তির অটোরিকশা গ্যারেজে কাজ করত। দুপুরে সে গ্যারেজের সামনে একটি অটোরিকশা চালিয়ে দেখছিল। এ সময় নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে যায়। এতে সে অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এ সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার গাজীকুড়ায় এ ঘটনা ঘটে।  নিহত বৃদ্ধের নাম ফকির মাহমুদ। তিনি নকলকুড়া ইউনিয়নের মানিকুড়া গ্রামের বাসিন্দা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে গজারীকুড়া নামক জায়গায় ব্যাটারি চালিত রিকশায় ওঠার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ফকির মাহমুদকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন এবং মোটরসাইকেলচালক মিলে ফকির মাহমুদকে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফকির মাহমুদকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়ায় বাসচাপায় নিহত ১

শনিবার সকাল দশটার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়া থানাধীন ‘পল্লীবিদ্যুৎ’ বাসস্ট্যান্ড এলাকায় বাস চাপায় সিরাজুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বাড়ি মুন্সীগঞ্জে।

জানা গেছে, কয়েক দিন আগে সিরাজুল পল্লীবিদ্যুৎ এলাকায় তার মেয়ের বাসায় বেড়াতে আসেন। এদিন সকালে তিনি বাইপাইল থেকে মাছ কিনে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ‘নাবিল’ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031