শনিবার সকালে জেলা দক্ষিণ গোয়েন্দা ডিবি পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৯৮০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মশুর এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফ হোসেন (৩৫) নামে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। আরিফ একই উপজেলার বাসিন্দা।
ডিবি পুলিশের এসআই আরিফ জানান, আরিফ একজন চিহ্নিত ইয়াবা বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে এ ব্যবসায় জড়িত। আরিফের বিরুদ্ধে মাদক আইনের মামলার প্রক্রিয়া চলছে।