হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট প্রার্থী বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় ফিরেছেন ডেমোক্রেটিক দলের । নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চারদিন ছিলেন চিকিৎসাধীন। এরপর নর্থ ক্যারোলিনায় এক জনসভায় বক্তব্য রাখেন হিলারি। তিনি বলেন, ‘আপনারা জানেন যে, সম্প্রতি আমার সর্দি-কাশি হয়েছিল যা নিউমোনিয়া ছিল বলে ধরা পড়ে। আমি দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেছিলাম। তবে আমাকেও মেনে নিতে হয়েছে যে কয়েকদিনের বিশ্রাম নেয়াটা নিজের জন্যই ভালো হবে।’ হিলারি আরো বলেন, ‘সাধারণ পরিস্থিতিতেও আমি বিশ্রামে থাকার বিষয়টি খুব সহজে নিতে পারি না। আর নির্বাচনের যখন মাত্র ২ মাস বাকি তখন তো কোনোভাবেই বাড়িতে বসে থাকতে চাই নি।’ তারপরও ডাক্তারের
পরামর্শে ক’দিন বিশ্রামেই থাকতে হয়েছে হিলারিকে। নর্থ ক্যারোলিনার গ্রিন্সবরোতে আয়োজিত এক সমাবেশ দিয়ে বৃহস্পতিবার প্রচারণায় ফেরেন তিনি। এরপর একইদিন সন্ধ্যায় ওয়াশিংটনে কংগ্রেসনাল হিসপ্যানিক ককাস জমায়েতে বক্তব্য দেন।
রোববার ৯/১১ স্মৃতিচারণ অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েছিলেন হিলারি। এরপর পূর্বনির্ধারিত কয়েকটি সভা-সমাবেশে যোগ দিতে পারেন নি তিনি। হিলারির প্রচারণা শিবির ওই কর্মসূচিগুলোর নতুন দিনক্ষণ ঠিক করবে কি-না তা এখনও স্পষ্ট নয়। সূত্র: সিএনএন
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |