কারখানার কর্মকর্তা কর্মচারীরা গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানায় আগুনের ঘটনায় মালিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, কারখানা খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ঘণ্টাব্যাপী টঙ্গীর স্টেশন রোডের রেলগেইট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া শ্রমিক কর্মচারীরা টাম্পাকোতে আগুনের ঘটনার পর কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ ৮ম দিনের মতো অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এই উদ্ধার অভিযার পরিচালনা করছেন। জেলা প্রশাসনের তালিকাভুক্ত ১০ নিখোঁজ শ্রমিক ছাড়াও অজ্ঞাত কেউ থাকলেও তাদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকারীরা। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বসে যাওয়া ভবনের জঞ্জাল ড্রাম ট্রাক দিয়ে অন্যত্র সরানো হচ্ছে। তবে ভবনের ভেতরে থাকা রাসায়নিক বিস্ফোরণের আশঙ্কায় সতর্ক হয়ে কাজ করছে ফায়ার সার্ভিস।
গত ১০ সেপ্টেম্বর শনিবার সকালে বিসিক শিল্প এলাকায় বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়েলস কারখানায় গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণে আগুন ধরে গেলে চারটি ভবনের তিনটি ধসে পড়ে। এতে এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন, আহত হয়েছেন ৩৫ জন এবং নিখোঁজ রয়েছেন ১০ জন।