ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপিরসভাপতি বলেছেন,বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের স্বাধীনতার পদক জাদুঘর থেকে প্রত্যাহার করে সরকার মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছে।

শুক্রবার(১৬ সেপ্টেম্বর)বাকলিয়া ডিসি রোডস্থ বাসায় চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত বলেন,যারা ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ ৯ মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন করেছে সে সকল মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছে এই অবৈধ সরকার।কোন মুক্তিযোদ্ধাকে কেউ সম্মান না করতে পারে কিন্তু তাকে অসম্মান করাটা কলঙ্কজনক।রাজনৈতিক প্রতিহিংসার বশভর্তি হয়ে শহীদ জিয়ার পদক প্রত্যাহার কোন সরকার প্রধান থেকে দেশের জনগণ আশা করে না।এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কলঙ্ক জনক অধ্যায় হিসেবে রচিত হয়েছে।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দেশের মানুষ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে এখন চলছে একদলীয় ফ্যাসিবাদী স্বৈরাতান্ত্রিক শাসন। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগন এই ফ্যাসিষ্ট সরকারের পতন চায়।

শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম.এ আজিজ, অধ্যাপক নুরুল আলম রাজু, জি.এম আইয়ুব খান, মোহাম্মদ সামশুল হক, গাজী সিরাজুল্লাহ, ডা. নুরুল আবছার, মোহাম্মদ রফিক, জসিম উদ্দীন চৌধুরী, আব্দুল কাদের জসিম, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031