ব্যানার খুলতে গিয়ে আলী মার্কেট নামক ভবনের তিন তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকায় ।
শুক্রবার(১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত যুবক ইয়াছিন আরাফাত জনি(২০)।সে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
কোতোয়ালী থানার পরিদর্শক(ওসি তদন্ত) নুর আহমেদ সিটিজি নিউজ ডটকমকে জানান,বিকালে একটি ব্যানার খুলতে আলী ভবনের তিন তলায় উঠার সময় বৈদ্যুতিক তারের সাথে লাগলে তিন তলা থেকে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্গজ বড়ুয়া জানান,ইয়াছিন আরাফাত জনিকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।