ছেলের হাতে বাবা খুন হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। নিহতর নাম মোহাম্মদ মুসা।
শুক্রবার বেলা এগারোটায় হাটহাজারী উপজেলার মেখল গ্রামে এই ঘটনা ঘটে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জানিয়েছেন, ছেলে সাইফুল ইসলাম তারা বাবা মুসাকে মাটি কাটার কোদাল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছেলে সাইফুল মানসিক ভারসাম্যহীন, তাকে আটক করা হযেছে, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে বলে জানান ওসি বেলাল উদ্দিন।