সৌদিয়া বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ।এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।
শুক্রবার বেলা ১টার দিকে পটিয়ার উজিরপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে সিটিজি নিউজকে জানিয়েছেন পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহমান।
নিহত মাইক্রো চালকের নাম মুন্নাত (৩৫)। সে কক্সবাজার জেলার চকরিয়ার চা বাগান এলাকার আমির হামজার ছেলে।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট আরো জানান,কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম মুখি একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার শিকার গাড়ি দুটি এবং নিহত মুন্নাত পুলিশের হেফাজতে আছে বলে উল্লেখ করেন সার্জেন্ট জিল্লুর রহমান।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়–য়া সিটিজি নিউজকে জানান, পটিয়া সড়ক দুঘর্টনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- বিকাশ(৩৫), আনোয়ারা (২৮), রুজিনা (১৮), মাসুদ (১৭)।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |