পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রের ওহিয়োতে ১৩ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হয়েছেন। খবর বিবিসির।
পুলিশের জানায়, কলম্বাস শহর থেকে একজন ৯১১ নম্বরে ফোন করে ডাকাতির কথা জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিন জনের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয়। বাকি দুই জন পালিয়ে যায়। পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করার সময় কোমড় থেকে এয়ার গান বের করলে পুলিশ তখন তাকে গুলি করে। আহত অবস্থায় টায়ার কিং-কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ১০ ডলার ডাকাতি করেছিল তারা।
পুলিশ আরও জানায়, নিহত ঐ কিশোরের নাম টায়ার কিং। তিনি যখন পিস্তল বের করেন তখন এখন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা কয়েক বার গুলি করনে।
পুলিশ পরে নিশ্চিত করেন, ঐ কিশোরের কাছে থাকা পিস্তলটি একটি স্পোর্টিং এয়ার গান(খেলনা পিস্তল)। লেজার রশ্নি সমৃদ্ধ পিস্তলটি প্যালেট ছোঁড়ার জন্য ব্যবহার করা হয়।
যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার সর্বশেষ ঘটনা এটি। এর আগেও বেশ কয়েক জন কৃষ্ণাঙ্গ পুলিশের গুলিতে নিহত হয়েছে। এসব ঘটনা অনেক বিক্ষোভ, আন্দোলন হয়েছে। তবু থেমে নেই কৃষ্ণাঙ্গ হত্যা। এতে করে পুলিশের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা।