সাকিব আল হাসান তারকা ক্রিকেটার অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন। তাকে নিয়ে কক্সবাজার যাওয়া একটি হেলিকপ্টার ফিরতে পথে বিধ্বস্ত হয়েছে। এতে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও চার জন। কক্সবাজারের উখিয়ার উপকূলীয় ইনানী রেজু ব্রীজ সংলগ্ন মংগাইয়ার ঢেক এলাকার বীচে পর্যটকবাহী প্রাইভেট হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ সকাল পৌনে দশটায় এ দূর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে। বর্তমানে বিধ্বস্ত হেলিকপ্টারটি সৈকতে ভাসমান অবস্থায় রয়েছে । এর কিছু যন্ত্রাংশ এলাকাবাসীর সহায়তায় বিজিবি উদ্ধার করেছে । নিহতের পরিচয় পাওয়া যায়নি । স্থানীয় শিক্ষক আদনান চৌধুরী জানিয়েছেন, হেলিকপ্টারটি ইনানীর হোটেল সী পার্লে জাতীয় দলের সুপারস্টার ক্রিকেটার সাকিব আল হাসানকে নামিয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে ফিরে যাওয়ার সময় এ দুর্ঘটনায় কবলিত হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, খবর পাওয়ার পর পরই আমি দুর্ঘনাস্থলে উপস্থিত হয়েছি। তবে আমি আসার আগেই হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছি এক জন নিহত ও ৪জন আহত হয়েছেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |