দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৯ জন। টাঙ্গাইলের কালিহাতিতে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পুংলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম এসব তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন আসমা (৪০), মমিনুর (৪১), আসাদুল (১৫) ও রিপন (৩০)। তাদের সবার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।
জাহাঙ্গীর আলম জানান, লালমনিরহাটের পাটগ্রাম এলাকার একদল পোশাক শ্রমিক ঈদের ছুটি কাটিয়ে প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাসে করে গাজীপুরের সফিপুরে ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সার্জেন্ট জাহাঙ্গীর।