উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহঃস্পতিবার হবিগঞ্জের সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও দিনব্যপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।সংগঠনের সভাপতি সৌমিতা বিশ্বাস পূজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, খোয়াই থিয়েটার সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ, নজরুল একাডেমীর সভাপতি তাহমিনা বেগম গিনি। আরও বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াসিনুল হক, প্রকৌশলি এম এ মুনীম চৌধুরী, জনকণ্ঠ এর হবিগঞ্জ প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ ইনফোর চেয়ারম্যান সাইফুদ্দিন জাবেদ, খোয়াই থিয়েটার সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, প্রতিষ্ঠাতা সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সীমান্ত দেব তূর্য, বিদায়ী সভাপতি শাদমান ইসলাম নাবিল, সাধারণ সম্পাদক অর্পিতা দেব সৃষ্টি ।বক্তারা বলেন জেলা পর্যায়ে ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাব ধারাবাহিকভাবে সংস্কৃতিচর্চার কাজ করে যাচ্ছে।সাংস্কৃতিক উৎসব এরই অংশ। আগামীতেও সংগঠনের সংস্কৃতি চর্চায় সহযোগীতার আশ্বাস জানান।গ্রামীনফোন প্রথম-আলো আই জেন প্রতিযোগীতায় বিজয়ী দলকে সংবর্ধনা, শিক্ষা দিবস উপলক্ষে সম্মাননা স্মারক ও ক্লাব বন্ধু সম্মাননা প্রদান করে হয় আলোচনা সভা শেষে। পরাগ, গালিব, তানহা ও ঐশি’র সঞ্চালনায় সাংস্কৃতিক উৎসবে বাংলা নাটকের অমর চরিত্র বাকের ভাই এর অভিনেতা ও রুপকারকে শ্রদ্ধা জানিয়ে নাটিকা, ছায়ানৃত্য, বাংলা চলচ্চিত্রের বিভিন্নসময়ের জনপ্রিয় জুটিদের নিয়ে মিউজিকাল ড্রামা সহ রবীন্দ্র-নজরুল-লালন-করিমের গান, নাচ, ও একুস্টিক মিউজিক্যাল শো পরিবেশিত হয়। আয়োজনের সহযোগী ছিল ঐতিহ্য ফিল্ম সোসাইটি মিডিয়া পার্টনার ছিল কিশোর আলো।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031