র্যাব চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকার কর্ণফুলী নদীর ১৭ নং ঘাট থেকে ৯শ’২৪বোতল বিদেশী মদসহ একটি ট্রলার জব্দ করেছে । এসময় ট্রলারটিতে থাকা চার ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় এই অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার চন্দন দেবনাথ জানিযেছেন, ১৭নং ঘাট এলাকায় ট্রলারটি থেকে মদ খালাসের সময় সেখানে অভিযান চালানো হয়, অভিযানে ট্রলারে থাকা ৯’শ২৪ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ পাওয়া গেছে।
ট্রলারে থাকা চার ব্যক্তি শাহীনুর, হাসান, জিন্নাত ও মনজুর নামের চার ব্যক্তিকেও আটক করা হয়েছে বলে জানান তিনি।