পুলিশ নওগাঁর আত্রাই উপজেলায় এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । এ ব্যাপারে ধর্ষিতা নিজেই বুধবার রাতে আত্রাই থানায় মামলা করেছেন। গ্রেপ্তার আমজাদ হোসেন জয়সাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকির ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেবগঞ্জ মোল্লাপাড়া গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী সীমার ৩৫ (ছদ্মনাম) ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আমজাদ হোসেন। ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং ধর্ষিতাকে ঘরের মধ্যে হাতে নাতে আটক করে।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ধর্ষক আমজাদ হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বুধবার রাতেই ধর্ষিতা নিজে বাদী হয়ে আত্রাই থানায় আমজাদ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
বৃহস্পতিবার সকালে ধর্ষককে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।