ডোনাল্ড ট্রাম্প বুধবার মিশিগানের ফ্লিন্টে কৃষ্ণাঙ্গদের একটি চার্চ সফরে গিয়েছিলেন। সেখানে নিজের বক্তব্যে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সমালোচনা করছিলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। কিন্তু বক্তব্যের এক পর্যায়ে তাকে থামিয়ে দিলেন চার্চের পাস্তুর। বললেন, আপনাকে রাজনীতি নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। এরপর দ্রুত বক্তব্য শেষ করে চার্চ ত্যাগ করেন ট্রা¤প। এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, বৈশ্বিক বাণিজ্য চুক্তির প্রতি হিলারির সমর্থনের সমালোচনা করছিলেন ট্রা¤প। পাস্তুর ফেইথ গ্রিন টিমন্স বক্তব্যের মাঝখানে দাঁড়িয়ে বাগড়া দেন। তিনি বলেন, আপনাকে রাজনৈতিক বক্তব্য দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। বিব্রত ট্রা¤প প্রতিক্রিয়ায় বলেন, ‘ওহ, ওহ, ওকে। ঠিক আছে।’ এরপর পোডিয়ামে বক্তব্যের কাগজপত্র গুটাতে থাকেন তিনি।
পাস্তুরের হস্তক্ষেপের পর ফ্লিন্টের খাবার পানির সমস্যা নিয়ে কিছু মন্তব্য করেন। এরপরই বক্তব্য শেষ করে মঞ্চ ছাড়েন। ফ্লিন্ট শহরে খাওয়ার পানির সংকট বেশ বাজে আকার ধারণ করেছে। এ সংকট নিজের চোখে দেখতে ও কৃষ্ণাঙ্গ ভোটারদের আকৃষ্ট করতে শহরটি সফর করেন তিনি। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে হিলারির প্রতি সমর্থন অনেক বেশি। পাশের ডেট্রয়েট শহরের একটি কৃষ্ণাঙ্গ চার্চে এ মাসের গোড়ার দিকে একটি অনুষ্ঠান করেন ট্রা¤প। সেখানে তিনি কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।
বুধবার ফিন্ট শহরের ওই চার্চে বক্তব্য দিতে গিয়ে শুধু পাস্তুরের কাছ থেকে নয়, জনসমাগমের কাছ থেকেও চ্যালেঞ্জের মুখে পড়েন ট্রা¤প। আনুমানিক ৫০ জন মানুষ উপস্থিত ছিল ওই অনুষ্ঠানে। এক নারী ট্রা¤েপর বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ ভাড়াটেদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলেন। জবাবে তিনি বলেন, ‘না, আমি কখনই বৈষম্য করিনি, কখনই নয়।’
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |